মার্চ বিপ্লব কাকে বলে | কেরেনস্কি কে ছিলেন | এপ্রিল থিসিস কি | রাশিয়ার ইতিহাসে ১৯১৭ এর গুরুত্ব | প্রথম বিশ্বযুদ্ধ এর প্রত্যক্ষ কারণ কি ছিল

 প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা,


বিংশ শতকের ইউরোপ পঞ্চম অধ্যায় থেকে বহুবিকল্প-ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) | তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস ৫ম অধ্যায় বিংশ শতকে ইউরোপ থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে । আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।

মার্চ বিপ্লব কাকে বলে | কেরেনস্কি কে ছিলেন | এপ্রিল থিসিস কি | রাশিয়ার ইতিহাসে ১৯১৭ এর গুরুত্ব | প্রথম বিশ্বযুদ্ধ এর প্রত্যক্ষ কারণ কি ছিল

গুরুত্বপূর্ণ প্রশ্ন

Part 2

১১.  রুশ বিপ্লবকে প্রভাবিত করেছিল এমন কয়েকজন সাহিত্যিকের নাম উল্লেখ কর । 

লক্ষ্য করা যায় রুশ বিপ্লবে সাহায্যকারী উল্লেখযোগ্য সাহিত্যিকরা হলেন  – লিও, টলস্টয়, পুশকিন, তুর্গেনিভ প্রোমুখরা । এছাড়া কাল মার্কস এর বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ এবং বাকুনিনের নৈরাজ্যবাদী চিন্তা ও রুশ বিপ্লবকে প্রভাবিত করেছিল । 


১২. মার্চ বিপ্লব কাকে বলে ?

১৯১৭ খ্রিস্টাব্দে মার্চ মাসে শ্রমিক ধর্মঘট, সরকারি অস্ত্রাগার লুট, ও বিচারালয় গুলিতে আগুন ধরানো প্রভুতি ঘটনার মাধ্যমে বিপ্লবী রাজধানী পেট্রো গার্ড দখল করে নেয়। এর ফলে রুশ জার দ্বিতীয় নিকোলাস বাধ্য হয়ে পদত্যাগ করেন এবং রাশিয়ার ডুমার বুর্জোয়া নেতা প্রিন্স জর্জ লুভভ নেতৃত্বে একটি স্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয় বলে জানা যায়।  আবার একই ভাবে রাশিয়াতে রোমানভ বংশের পতনের ঘটনাটি মার্চ বিপ্লব নামে পরিচিত । 


১৩.  কেরেনস্কি কে ছিলেন ?  

১৯১৭ খ্রিস্টাব্দের মার্চে  জার তন্ত্রের অবসান ঘটে।  এবং অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয় তাতে তিনি প্রথম হন ।  এবং পরবর্তীকালে যুদ্ধ মন্ত্রী এবং পরে তিনি প্রধানমন্ত্রী   হন বলে জানা যায় ।  আলেকজান কেরেনস্কি ছিলেন রাশিয়ার মেনশেভিক দলের নেতা।   অবশেষে ওই বছরের নভেম্বর বলশেভিকরা   ক্ষমতা দখল করলে তিনি আমেরিকায় পালিয়ে যান । 


১৪.  এপ্রিল থিসিস কি ?

১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ই এপ্রিল তার নিজস্ব চিন্তাধারা এবং যে বিখ্যাত কর্ম ধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত  । লেনিন এপ্রিল থেকে প্রবর্তন করেন ।  এবং তিনি পরে বলেন যে  —- ১. বলশেভিকরাই জারতন্ত্রের পতন ঘটিয়েছিলেন।  এবং শাসন ক্ষমতা তাদেরই প্রাপ্য ।   ২. কৃষক শ্রমিক শ্রেণী সহ সর্বহারা শ্রেণীর এক নায়ক তন্ত্র প্রতিষ্ঠা করতে হবে । 


১৫. ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লব বা  রুশ বিপ্লবের গুরুত্ব কি ছিল ?  

১৯১৭  সালে  যে বিপ্লবটি সংঘটিত হয়েছিল সেটি নভেম্বর বিপ্লব বা রুশ বিপ্লব নামে পরিচিত । এই বিপ্লব টি রাশিয়ায় সংঘটিত হয়েছিল ।  এই বিপ্লবের বিভিন্ন কারণ লক্ষ্য করা যায় সেগুলি হল  —- 

  • ১. রাশিয়ার রোমানভ বংশের পতন ঘটিয়ে সর্বহারা শ্রেণীর এক নায়ক তন্ত্র প্রতিষ্ঠিত হয় । 
  • ২. আবার রুস সাম্রাজ্যের অন্তর্গত অরুস জাতিগুলি সমমর্যাদা ও সমান অধিকার লাভ করে  এবং  
  • ৩. রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ও ইউরোপের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদের প্রসার ঘটে । 


১৬.   রুশ  বিপ্লবের  সামাজিক প্রভাব কি ছিল? 

রুশ বিপ্লবের বেশ কয়েকটি সামাজিক প্রভাব ছিল ।  সেগুলি নিম্নে আলোচনা করা হলো – 

  • ১. রাশিয়াতে সংখ্যাগরিষ্ঠ শ্রমিক কৃষক শ্রেণীর সমসামাজিক অধিকার প্রতিষ্ঠা হয়েছিলো। 
  • ২. রুশ সাম্রাজ্যের অন্তর্গত অ-রুশ জাতিগুলি সমমর্যাদা ও সমান অধিকার লাভ করে এবং  অপরদিকে 
  • ৩.  বিভিন্ন দেশের সাম্যবাদী ও শ্রমিক আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠে বলে লক্ষ্য করা যায় । 


১৭.  রুশ বিপ্লবের আপাত ফলাফল কি হয়েছিল? 

রুশ বিপ্লবের আপাত ফলাফল গুলির বিভিন্ন কারণ ছিল । সেগুলি নিম্নে আলোচনা করা হলো  —- 

  • ১. রাশিয়ায়   কেরেনস্কি  সরকারের পতন ঘটে এবং লেনিনের নেতৃত্বে একটি সর্বরুশিয়  সরকার গঠিত হয়।
  • ২. ভূস্বামী ও যাজকদের কাছ থেকে   ক্ষতিপূরণে জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্য বন্টন করা হয় এবং   
  • ৩. রাশিয়ায় প্রতিক্রিয়াশীল মতাদর্শে বিশ্বাসী জমিদার, যাজক,  বিওশালী শ্রেণী সর্বরুশীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে । 

১৮.  রাশিয়ার ইতিহাসে ১৯১৭ এর গুরুত্ব কি ?  

লেনিনের  নেতৃত্বে  বলশেভিক  বিপ্লব সংঘটিত হয়েছিল।  এই বিপ্লব টি রাশিয়ায় সংঘটিত হয়।  যার দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে এবং রাশিয়ার বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে  বলে জানা যায়। 


১৯.  ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের সাফল্যের কারণগুলি কি ছিল ?  

১৯১৭ খ্রিস্টাব্দে এই বলশেভিক বিপ্লব  এর সাফল্যের বিভিন্ন কারণ লক্ষ্য করা যায় ।  এই কারণগুলি নিম্নে আলোচনা করা হলো  —-

  • ১. বলশেভিক দলের নেতা লেনিনের সুযোগ্য নেতৃত্ব। 
  • ২. প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার ধারাবাহিক বিপর্যয় । 
  • ৩. কেরেনস্কি ব্যবস্থার দুর্বলতা জনসমক্ষে প্রকট হয়ে ওঠা এবং 
  • ৪. তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতি।  


২০. কবে, কী প্রত্যক্ষ কারনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?   অথবা  প্রথম বিশ্বযুদ্ধ এর প্রত্যক্ষ কারণ কি ছিল  ?  

প্রথম বিশ্বযুদ্ধ টি সংগঠিত হয়েছিল  ১৯১৪ খ্রিস্টাব্দে । এই যুদ্ধটি অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল । এই বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল সেগুলি নিম্নে আলোচনা করা হলো  — 

  • ১. অস্ট্রিয়ার যুবরাজ  ও তার  পত্নি  সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে বেড়াতে এলে ব্ল্যাক হ্যান্ড দলের সদস্য এক স্লাভ আততায়ীর হাতে নিহত হন। এই ঘটনা সেরাজোভো হত্যাকান্ড নামে পরিচিত ।



৫ম অধ্যায় : বিংশ শতকের ইউরোপ থেকে ২ নম্বরের অন্য পার্টের লেখা গুলো


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url