ইসক্রা বলতে কী বোঝায় | ডুমা কী | 'নারদনিক আন্দোলন' কী | ' মির ' কী | ' মুক্তিদাতা জার 'কাকে, কেন বলা হয় | রাশিয়ায় ' জারতন্ত্র'

 প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা,


বিংশ শতকের ইউরোপ পঞ্চম অধ্যায় থেকে বহুবিকল্প-ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) | তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস ৫ম অধ্যায় বিংশ শতকে ইউরোপ থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে । আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।


ইসক্রা বলতে কী বোঝায় | ডুমা কী | 'নারদনিক আন্দোলন' কী | ' মির ' কী | ' মুক্তিদাতা জার 'কাকে, কেন বলা হয় | রাশিয়ায় ' জারতন্ত্র'


গুরুত্বপূর্ণ প্রশ্ন

Part 1


১.  রাশিয়ায় ' জারতন্ত্র' বলতে কী  বোঝায়  ?  

১৬১৩ খ্রিস্টাব্দে রাশিয়ার মিখাইল রোমানভের প্রতিষ্ঠিত রাজবংশ রোমানভ রাজবংশ নামে পরিচিত । ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় যার তন্ত্রের পতন ঘটে।  এই বংশের রাজা রাজার 'জার ' উপাধিতে ভূষিত হতো বলে এই বংশের শাসনকাল 'জারতন্ত্র 'নামে পরিচিত । 

২.  ডিসেমব্রিস্ট /ডেকাব্রিস্ট বিদ্রোহ (১৮২৫ খ্রিষ্টাব্দ)  কী ?  

প্রথম নিকোলাসের শাসনকালে বেশ কিছু দেশ প্রেমিক ও একদল সেনা ১৮২৫ খ্রিস্টাব্দে ২৬ ডিসেম্বর রাশিয়ার পেট্রোগ্রাড শহরে নিকোলাসের বিরুদ্ধে যে বিদ্রোহ করে, তা ডিসেমব্রিস্ট বা ডেকাব্রিস্ট বিদ্রোহ নামে পরিচিত ছিল  বলে জানা যায় । 

দাবি :`বিদ্রোহীদের দাবি ছিল  –

  • ১. জারের স্বৈরশাসন রদ করা, 
  • ২.  সংবিধানিক ও উদারতান্ত্রিক  শাসন চালু করা এবং
  • ৩.  ভূমি দাস প্রথা উচ্ছেদ করা । 

ব্যর্থতা :` এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল বলে জানা যায় । জারের প্রচন্ড দমনপিরনের ফলে । 


৩. ' মুক্তিদাতা জার 'কাকে, কেন বলা হয় ? 


দ্বিতীয়  আলেকজান্ডার কে' মুক্তিদাতা জার 'বলা হয় ।  এর কারণগুলি নিম্নে আলোচনা করা হলো--

  • ১. ভূমিদাসরা  স্বাধীন নাগরিকের মর্যাদা লাভ করে।   
  • ২. ভূমিদাস প্রথার অবসান ঘটায়।  
  • ৩.  ভূমিদাসদের মুক্তি প্রদান হয় ১৮৬১ খ্রিস্টাব্দে ।  
  • ৪. ভূমি দাসদের বেচাকেনা ও আরো অন্যান্য বিষয় বন্ধ হয়ে যায়  বলে লক্ষ্য করা যায় । 

 ৪.  ' মির ' কী ?  


দেখা যায় রাশিয়ার গ্রামীণ সমবায়  সমিতি  ছিল যা 'মির ' নামে পরিচিত ছিল ।  জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবসান ঘটান।  ১৮৬১ খ্রিস্টাব্দে এই প্রথার অবসান ঘটেছিল ।  এবং পরবর্তীকালে 'মির' নামক সমবায় সমিতির ওপর মুক্ত কৃষকদের ওপর ভূমির সমস্ত দায়িত্ব অর্পণ করেছিল ।   জানা যায়' মির ' কর্তৃক মুক্ত ভুমিদাসরা শোষিত ও অত্যাচারিত হতো । 

  

৫.  'নারদনিক আন্দোলন'  কী 


রুশ জার  দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকালে গড়ে ওঠা জনগণের আন্দোলনকে বোঝায়   নারদনিক আন্দোলন ।  এই আন্দোলন প্রথমত  রাশিয়ার কৃষকদের অবস্থার উন্নতির জন্য বুদ্ধিজীবী ছাত্র ও যুবকদের দ্বারা ১৮৭৪ খ্রিস্টাব্দে  এই আন্দোলন শুরু হয়েছিল ।  এবং দ্বিতীয় কারণটি হল  এই আন্দোলনের একটি পর্বের রুশ জার কে হত্যা করার ষড়যন্ত্র করা হলে সরকারের দমননীতির কারণে এই আন্দোলন ব্যর্থ হয়েছিল । 


৬.   'বুলিঘিন শাসনতন্ত্র ' কি ?  


লক্ষ্য করা যায় কৃষকদের মত আসার সঞ্চার করা  এবং বুর্জোয়াদের ভোটাধিকার দানের উদ্দেশ্য একটি শাসনতন্ত্র চালু করা হয় যা বুলিঘিন শাষণতন্ত্র নামে পরিচিত । জার দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী বুলিঘিনের উদ্যোগে বিপ্লবীদের দুর্বল করা । ১৯০৫ খ্রিস্টাব্দে এই শাসনতন্ত্র    প্রবর্তিত হয় ।  এই শাসনতন্ত্র ১৯০৫ খ্রিস্টাব্দে র্প্রবর্তিত হয় ।   যার কাজ ছিল পরামর্শদান করা। 

  

৭.  ডুমা কী?  


১৯০৫ খ্রিষ্টাব্দের প্রথম রুশ বিপ্লবে ভয় পেয়ে জার দ্বিতীয় নিকোলাস নির্বাচনের মাধ্যমে আইন পরিষদ বা ডুমা  গঠনের সিদ্ধান্ত নেন।   রাশিয়ার জাতীয় পরিষদ ডুমা নামে পরিচিত।   ১৯০৬ খ্রিস্টাব্দে প্রথম ডুমার অধিবেশন বসেছিলো। 


৮. স্টোলিপিন  কেন বিখ্যাত ছিলেন ?  


স্টোলিপিন ছিলেন জার নিকোলাসের সুযোগ্য ও দূরদর্শী প্রধানমন্ত্রী ।  তিনি রাশিয়ায় প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্বৈরাচারী ও জনবিরোধী রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন । কৃষকদের জমিস্বত্ব দান, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকারনের পদক্ষেপ নিয়েছিলেন । সম্ভবত তার জনপ্রিয়তায় ভীত হয়ে যার দ্বিতীয় নিকোলাস গুপ্তঘাতকের দ্বারা তাকে হত্যা করেন । 

 

৯.  'পেট্টাগ্রাড ধর্মঘট ' কি? 


১৯১৭ খ্রিস্টাব্দের ৪ মার্চ জার দ্বিতীয় নিকলাসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাশিয়ায় পেটো গ্রাড শহরে বলশেভিকদের শ্রমিকরা যে ধর্মঘট করেছিল তা ' পেট্রোগ্রাড ধর্মঘট ' নামে পরিচিত।  এই ধর্মঘটে প্রায় ৮০ থেকে ৯০ হাজার শ্রমিক যোগদান করেছিলেন। শ্রমিক ও কৃষকদের মজুরি বৃদ্ধি এবং খাদ্যর  দাবিতে এই ধর্মঘট হয়েছিল । 


১০.   ইসক্রা বলতে কী বোঝায় ? 


এটি এটি একটি পত্রিকা।  ডিসেম্বর ১৯০০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এটি প্রকাশিত  হয়েছিল লেলিনের দ্বারা। নির্বাসন কালে থাকাকালীন লেনিন এই পত্রিকা প্রকাশ করেছিলেন  বলে জানা যায় ।  এর অর্থ হলো স্ফুলিঙ্গ ।  এই পত্রিকার মতাদর্শের উপর ভিত্তি করে রাশিয়ায় বলশেভিক দল গড়ে ওঠে । 


৫ম অধ্যায় : বিংশ শতকের ইউরোপ থেকে ২ নম্বরের অন্য পার্টের লেখা গুলো


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url