নবম শ্রেণির ইতিহাস | বিংশ শতকের ইউরোপ থেকে ২ নম্বরের প্রশ্ন 60+ | 9 History 5th Chapter Marks 2 | PDF
প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা,
বিংশ শতকের ইউরোপ পঞ্চম অধ্যায় থেকে বহুবিকল্প-ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) | তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস ৫ম অধ্যায় বিংশ শতকে ইউরোপ থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে । আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।
নবম শ্রেণির ইতিহাস | বিংশ শতকের ইউরোপ থেকে ২ নম্বরের প্রশ্ন 60+ | 9 History 5th Chapter Marks 2
- ১. রাশিয়ায় ' জারতন্ত্র' বলতে কী বোঝায় ?
- ২. ডিসেমব্রিস্ট /ডেকাব্রিস্ট বিদ্রোহ (১৮২৫ খ্রিষ্টাব্দ) কী ?
- ৪. ' মির ' কী ?
- ৫. 'নারদনিক আন্দোলন' কী
- ৬. 'বুলিঘিন শাসনতন্ত্র ' কি ?
- ৭. ডুমা কী?
- ৮. স্টোলিপিন কেন বিখ্যাত ছিলেন ?
- ৯. 'পেট্টাগ্রাড ধর্মঘট ' কি?
- ১০. ইসক্রা রা বলতে কী বোঝায় ?
- ১১. রুশ বিপ্লবকে প্রভাবিত করেছিল এমন কয়েকজন সাহিত্যিকের নাম উল্লেখ কর ?
- ১২. মার্চ বিপ্লব কাকে বলে
- ১৩. কেরেনস্কি কে ছিলেন ?
- ১৪. এপ্রিল থিসিস কি
- ১৫. ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লব বা রুশ বিপ্লবের গুরুত্ব কি ছিল ?
- ১৬. রুশ বিপ্লবের সামাজিক প্রভাব কি ছিল?
- ১৭. রুশ বিপ্লবের আপাত ফলাফল কি হয়েছিল?
- ১৮. রাশিয়ার ইতিহাসে ১৯১৭ এর গুরুত্ব কি ?
- ১৯. ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের সাফল্যের কারণগুলি কি ছিল ?
- ২০. কবে, কী প্রত্যক্ষ কারনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? অথবা প্রথম বিশ্বযুদ্ধ এর প্রত্যক্ষ কারণ কি ছিল ?
- ২১. প্রথম বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
- ২২. প্রথম বিশ্বযুদ্ধকে কেনো সর্বাত্মক যুদ্ধ কেনো বলা হয় ?
- ২৩. প্যারিসের শান্তি সম্মেলনে গৃহীত সন্ধিগুলির নাম উল্লেখ কর ?
- ২৪. প্যারিসের শান্তি সম্মেলনে বৃহৎ চতুঃশক্তি বা Big Four নামে কারা পরিচিত হয়েছিল?
- ২৫. ভার্সাই সন্ধির দুটি সামরিক শর্ত লেখ ?
- ২৬. ভার্সাই সন্ধি কে 'আরোপিত সন্ধি' বা 'জবরদস্তি মূলক সন্ধি' বলা হয় কেন ?
- ২৭. ভার্সাই চুক্তির স্বপক্ষে যুক্তি দাও।
- ২৮. প্রথম বিশ্বযুদ্ধের কয়েকটি ফলাফল লেখ।
- ২৯. কেন ' চোদ্দদফা নীতি ' ঘোষনা করেন ?
- ৩০. জাতিসংঘ কখন গঠিত হয়?
- ৩১. জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি কারা ছিল ?
- ৩২. জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল ?
- ৩৩. ভাইমার প্রজাতন্ত্র কী?
- ৩৪. গুস্তাভ স্ট্রেসেম্যান কে ছিলেন ?
- ৩৫. অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো?
- ৩৬. নিউ ডিল কি ?
- ৩৭. ফ্যাসিবাদ কী?
- ৩৮. ফ্যাসিস্ট দল কে, কেন প্রতিষ্ঠা করেন ?
- ৩৯. নাৎসিবাদ কী?
- ৪০. নাৎসিবাদ ও ফ্যাসিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ?
- ৪১. গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের পার্থক্য লেখ ?
- ৪২. হিটলারের উৎখানের কারণ লেখ। অথবা, জার্মানিতে নাৎসি দলের জনপ্রিয়তার কারণ কি ছিল ?
- ৪৩. হেরেনভক তত্ত্ব কী?
- ৪৪. 'মেইন ক্যাম্প 'গ্রন্থটি কার রচনা ? এটি কেন বিখ্যাত ?
- ৪৫. স্পেনের গৃহযুদ্ধ কী?
- ৪৬. জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন ?
- ৪৭. কাকে এবং কেনো 'আধুনিক রাশিয়ার জনক 'বলা হয় ?
- ৪৮. রাসপুটিন কে ছিলেন ?
- ৪৯. রুশীকরণ নীতি বলতে কী বোঝো?
- ৫০. ' থার্ড সেকশন' কী?
- ৫১. রক্তাক্ত রবিবার কী?
- ৫২. কেন ১৯০৫ খ্রিস্টাবদের বিপ্লবকে ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের 'মহড়া বলা হয়?
- ৫৩. মিনশেভিক ও বলশেভিক কথার অর্থ কী?
- ৫৪. কেরেনস্কি সরকারের পতনের কারণ কী?
- ৫৫. সোভিয়েত রাশিয়ায় কখন দ্বৈত শাসন শুরু হয় ?
- ৫৬. ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবকে' নভেম্বর বিপ্লব 'ও 'বলশেভিক বিপ্লব' বলা হয় কেন ?
- ৫৭. সেভরের সন্ধির গুরুত্ব কী ?
- ৫৮ . ' হুভার মোরাটোরিয়াম ' বলতে কী বোঝো?
- ৫৯. 'কালো বৃহস্পতিবার' ও 'কালো মঙ্গলবার 'কী?
- ৬০. মহামন্দার অবসান কিভাবে ঘটে ?
- ৬১. ভাইমার প্রজাতন্ত্র – কেন ব্যর্থ হয়েছিল ?
- ৬২. ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো?
- ৬৩. স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি কী ছিল ?
নবম শ্রেণির ইতিহাসের অন্যান্য অধ্যায়ের প্রশ্ন
- প্রথম অধ্যায়
- দ্বিতীয় অধ্যায়
- ৩য় অধ্যায়
- ৪র্থ অধ্যায়
- ৫ম অধ্যায় বিংশ শতকের ইউরোপ
- ৬ষ্ঠ অধ্যায়
- ৭ম অধ্যায়