নাৎসিবাদ কী | ফ্যাসিস্ট দলের লক্ষ্য | নাৎসি দলের মূল লক্ষ্য | আনশ্লুস নীতি কী | মিউনিখ চুক্তি কী | অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কী

প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা,


দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ষষ্ঠ ৬ষ্ঠ অধ্যায় থেকে বহুবিকল্প-ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) | তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস ৬ষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে । আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।







নাৎসিবাদ কী | ফ্যাসিস্ট দলের লক্ষ্য | নাৎসি দলের মূল লক্ষ্য | আনশ্লুস নীতি কী | মিউনিখ চুক্তি কী | অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কী



Part 1

১. নাৎসিবাদ কী ?

জার্মানিতে যে এক নায়ক তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তা নাৎসিবাদ নামে পরিচিত । হিটলারের নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছিল । প্রথম বিশ্বযুদ্ধের পরই এই আন্দোলন গঠিত হয় । এই নাৎসিবাদের মূল নীতি ছিল উগ্র জাতীয়তাবাদ, জার্মানি থেকে ইহুদি বিতারণ এক গণতন্ত্রের ধ্বংস সাধন করা। নাৎসিবাদ জাতিতত্ত্ববাদ হেরেনভক তও্ব নামে পরিচিত ছিলো ।


২. গণতন্ত্র বলতে কী বোঝায়?

গণতন্ত্র কথাটির দুটি প্রতিশব্দ আছে। প্রথমত হলো 'ডিমস' এবং ক্রেটিয়া এই দুই গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি কথার উৎপত্তি ঘটেছে । 'ডিমস' কথাটির অর্থ হলো জনগণ এবং 'ক্রেটিয়া' কথাটির অর্থ হলো শাসন । সুতরাং' ডেমোক্রেসি ' বা কথাটির অর্থ হলো জনগণের শাসন ।


৩. ফ্যাসিস্ট দলের লক্ষ্য কী ছিল ?

রাষ্ট্রই সমস্ত শক্তির উৎস। রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তির আলাদা কোন অস্তিত্ব নেই বলে জানা যায়। এই তত্ত্বের উপর ভিত্তি করে মুসোলিনি ইতালিতে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তা ফ্যাসিবাদে নামে পরিচিত । ফ্যাসিবাদী ব্যবস্থায় রাষ্ট্র, সমাজ দল, একে অন্যের পরিপূরক । এখানে ব্যাক্তির স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্রের কোন স্থান নেই ।


৪. হিটলারের কোন যুদ্ধাভিযান ' শ্বেত অভিযান ' নামে পরিচিত?

হিটলার পোল্যান্ড এর কাছে ডানজিগ বন্দর ও পুলিশ করিডর দাবি করেন । জার্মানি গঠনের জন্য এই পোল্যান্ড অস্বীকার করেন। পোল্যান্ড ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে। এতে ক্রুদ্ধ হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। যায শ্বেত অভিযান নামে পরিচিত।


৫. নাৎসি দলের মূল লক্ষ্য কী ছিল ?

লক্ষ্য করা যায় হিটলারের যুদ্ধ ফেরত সৈন্যদের নিয়ে যে নাৎসি দল গঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এই নাৎসি দলের মূল লক্ষ্য গুলি ছিল –
  • সন্ধি বাতিল : ভার্সাই সন্ধি বাতিল করে এক শক্তিশালী জার্মান রাষ্ট্র গঠন করা।
  • জার্মান রাষ্ট্র গঠন : জার্মান ভাষাভাষী জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা এবং জার্মানি থেকে ইহুদিদের তাড়ানো ।

৬. আনশ্লুস নীতি কী?

হিটলার জার্মান ভাষাভাষী অঞ্চল নিয়ে এক বৃহত্তর সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্য অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করার জন্য যে বিশেষ নীতি গ্রহণ করেছিলেন তা আনশ্লুস নীতি নামে পরিচিত। এই নীতি ১৯৩৮ খ্রিস্টাব্দে জার্মান ফ্যুয়েরার নেতৃত্বে হয়েছিল।


৭. ফ্যাসিবাদ কী ?

রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তির আলাদা কোন অস্তিত্ব নেই । 'রাষ্ট্রয় সমস্ত শক্তির উৎস'। এই তত্ত্বের উপর ভিত্তি করে মুসোলিনি ইতালিতে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তা ফ্যাসিবাদ নামে পরিচিত । এই ফ্যাসিবাদি ব্যবস্থায়ী রাষ্ট্র, সমাজ, দল একে অন্যের পরিপূরক । এখানে ব্যাক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্রের কোনো স্থান নেই বলে জানা যায় ।


৮. কবে কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ? অথবা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ গুলি কী ছিল ?

১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় । জার্মানির ফ্যুয়েরার হিটলার এই আক্রমণে ২ দিন পর জার্মানির বিরুদ্ধে পোল্যান্ডের পক্ষ নিয়ে ইংল্যান্ড ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করেন । তারপরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহারণ।


৯. মিউনিখ চুক্তি কী?

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড দালাদিয়ের এবং জার্মানির হিটলারের মধ্য ইউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৯ সেপ্টেম্বর ইতালির মুসোলিনির মধ্যস্থতায় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন ।
  • উদ্দেশ্য : সুদেতান অঞ্চালের জার্মান জাতির সমস্যা সমাধানের জন্য এই চুক্তি করা হয়।
  • শর্ত : মিউনিখ চুক্তির শর্তানুসারে চেকোশ্লোভাকিয়ার জার্মান সংখ্যাগরিষ্ট সুদেতান অঞ্চল জার্মানিকে ছেড়ে দেওয়া হয়।

১০. অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কী ?

১৯৩৬ খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে অ্যান্টি-কমিন্টান চুক্তি হয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল – 
  • ১. উভয় দেশে সাম্যবাদের প্রসার রোধ করা এবং এ ব্যাপারে একে অন্যকে সাহায্য করা এবং 
  • ২. রাশিয়াকে প্রতিহত করা।

ষষ্ঠ অধ্যায় : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে ২ নম্বরের সম্পূর্ণ প্রশ্নোত্তর


নবম শ্রেণির ইতিহাস

  • ১ম অধ্যায়
  • ২য় অধ্যায়
  • ৩য় অধ্যায়
  • ৪র্থ অধ্যায়
  • ৫ম অধ্যায়
  • ৬ষ্ঠ অধ্যায়
  • ৭ম অধ্যায়
  • ৮ম অধ্যায়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url