ক্যাশ এন্ড ক্যারি নীতি কী | ঠান্ডা লড়াই বলতে কী বোঝো | NATO কী | ওয়াল -ওয়াল ঘটনা কী | ট্রুম্যান নীতি কী | আটলান্টিক চার্টার কী | কী কারণে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল

 প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা,


দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ষষ্ঠ ৬ষ্ঠ অধ্যায় থেকে বহুবিকল্প-ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) | তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস ৫ম অধ্যায় বিংশ শতকে ইউরোপ থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে । আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।


ক্যাশ এন্ড ক্যারি নীতি কী | ঠান্ডা লড়াই বলতে কী বোঝো | NATO কী | ওয়াল -ওয়াল ঘটনা কী | ট্রুম্যান নীতি কী | আটলান্টিক চার্টার কী | কী কারণে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল



ক্লাস -৯ ইতিহাস
২ নন্বর এর প্রশ্ন
৬- অধ্যায়


Part 3


২১. ক্যাশ এন্ড ক্যারি নীতি কী?

প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকা যুদ্ধরত গণতান্ত্রিক দেশগুলির প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের কাছে অর্থের বিনিময়ে অস্ত্র ও যুদ্ধের অন্যান্য উপকরণ বিক্রি করতে শুরু করে । মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত।


২২. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কয়েকটি বিধ্বংসী যুদ্ধাশাস্ত্রের নাম লেখ ?


কয়েকটি বিধ্বংসী যুদ্ধাস্ত্র হল –স্বয়ংচালিত আগ্নেয়াস্এ ( যেমন এমজি ৪২, স্টেনগান, ভিকারস মেশিনগান, ৮৮এম এম গান, ) গ্রেনেড ( যেমন –এম কে ২ গ্রেনেড , হ্যান্ড গ্রেনেড , এম-৩৯) ইত্যাদি ।



২৩. ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ?

আদর্শগত দিক থেকে প্রায় গোটা পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ধনতান্ত্রিক রাষ্ট্র জোটের এবং সোভিয়েতে ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন সাম্যবাদী রাষ্ট্রজোটে ভাগ করা যায় । এই দুই রাষ্ট্রজোট পৃথিবীতে নিজেদের সামরিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তারের উদ্দেশ্যে কূটনৈতিক লড়াই বা ছায়া যুদ্ধ শুরু করে । তা ঠান্ডা লড়াই নামে পরিচিত ।


২৪. NATO কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে ১৯৪৯ খ্রিস্টাব্দে যে সামরিক জোট গঠিত হয় তা NATO (North Atlantic Treaty Organisation) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নামে পরিচিত । এই জোটের অন্তর্ভুক্ত দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইত্যাদি ।


২৫. কোন বিষয়কে কেন সভ্যতার ভয়াবহ বিপদ বলা হয় ?

উগ্র জাতীয়তাবাদ কে সভ্যতার ভয়াবহ বিপদ বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'সভ্যতার সংকট' ১৯৪১ খ্রিস্টাব্দে প্রবর্তন করেন।
  • জাত্যাভিমান : ইউরোপে কয়েকটি রাষ্ট্রের জাতীয়তাবাদ জাত্যাভিমানে পরিণত হয়েছিল এবং তারা উগ্র জাতীয়তাবাদ দ্বারা পরিচালিত হয়েছিল।
  • মানবপীরণ : বিশ্বমানব ও বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবর্তে পাশ্চাত্য সভ্যতার মানবপীরনের মহামারী সূচনা সভ্যতার সংকট শুরু করে।

২৬. ওয়াল -ওয়াল ঘটনা কী?

১৯৩৪ খ্রিস্টাব্দে ইতালি ও আবিসিনিয়ার মধ্য সংঘর্ষ বাদে । এই সংঘর্ষে কিছু ইতালীয় সৈন্য মারা গেলে ইতালির শাসক মুসোলিনি এই অজুহাতে ১৯৩৬ খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করে নেয়। এই ঘটনায় ওয়াল- ওয়াল ঘটনা নামে পরিচিত ।


২৭. ট্রুম্যান নীতি কী?

১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ই মার্চ মার্কিন কংগ্রেসে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান এক বক্তৃতা দেন যা ট্রুম্যান নীতি নামে পরিচিত । এই বক্তৃতায় তিনি তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত অাগ্রসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন।
 


২৮. কী কারণে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল?

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের তাৎপরতা এবং ইতালি ও জার্মানির সঙ্গে অক্ষশক্তি গঠন জাপানের শক্তি বৃদ্ধি করে । এছাড়া আবার–
  • ১. মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক চীনকে সাহায্য দান । 
  • ২. ইন্দো চীনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মত বিরোধ । 
  • ৩. দূরপ্রাচ্য জাপানের সাম্রাজ্যবাদে বাধা দান প্রভূতি কারণে জাপান পাল হারবার আক্রমণ করে।

২৯. আটলান্টিক চার্টার কী?

১৯৪১ খ্রিস্টাব্দের ১২ ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি এফ ডি রুজভেল্ট নিউজিল্যান্ডের নিকট আটলান্টিক মহাসাগরের' প্রিন্স অফ ওয়েলস ' নামক এক যুদ্ধ জাহাজে বৈঠক মিলিত হন। এখানে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা আটলান্টিক চার্টার নামে পরিচিত । এ আবার সদর নামেও পরিচিত । ১৪ আগস্ট এই চুক্তিপত্র প্রকাশিত হয়।


৩০. ইতালি কেন জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করেছিল ?

ইতালির শাসক মুসোলিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করলে আবিসিনিয়ার সম্রাট হেইলে সিলাসি জাতিসংঘের কাছে প্রতিবাদ জানান বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ ইতালির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করলে ইতালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।

 


ষষ্ঠ অধ্যায় : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে ২ নম্বরের সম্পূর্ণ প্রশ্নোত্তর


নবম শ্রেণির ইতিহাস

  • ১ম অধ্যায়
  • ২য় অধ্যায়
  • ৩য় অধ্যায়
  • ৪র্থ অধ্যায়
  • ৫ম অধ্যায়
  • ৬ষ্ঠ অধ্যায়
  • ৭ম অধ্যায়
  • ৮ম অধ্যায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url