ইঙ্গো -জার্মান নৌ চুক্তির গুরুত্ব | লেন্ড লিজ আইন কী | কেন ইউরোপীয় বিজয় দিবস পালন করে | পার্ল হারবার এর ঘটনা কী | ওয়ারশ চুক্তি কবে কাদের মধ্য কি উদ্দেশ্য স্বাক্ষরিত হয়

প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা,

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ষষ্ঠ ৬ষ্ঠ অধ্যায় থেকে বহুবিকল্প-ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) | তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস ৫ম অধ্যায় বিংশ শতকে ইউরোপ থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে । আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।


ইঙ্গো -জার্মান নৌ চুক্তির গুরুত্ব | লেন্ড লিজ আইন কী | কেন ইউরোপীয় বিজয় দিবস পালন করে | পার্ল হারবার এর ঘটনা কী | ওয়ারশ চুক্তি কবে কাদের মধ্য কি উদ্দেশ্য স্বাক্ষরিত হয়


ক্লাস -৯ ইতিহাস
২ নন্বর এর প্রশ্ন
৬- অধ্যায়


Part 5

৪১. ইঙ্গো -জার্মান নৌ চুক্তির গুরুত্ব কী ছিল ?

ইংল্যান্ড ও জার্মানির মধ্য ১৯৩৫ খ্রিস্টাব্দে যে চুক্তি হয়েছিল তা ইঙ্গো -জার্মান নৌ চুক্তি নামে পরিচিত । এর গুরুত্ব গুলি হল—
  • ১. জার্মানির ব্রিটিশ নৌ-বহরের ৩৫ হারে জাহাজ নির্মাণের এবং ৪৫ হারে সাবমেরিন নির্মাণের অনুমতি পায়।
  • ২. পূর্ব ইউরোপের রাশিয়ার অগ্রগতি রোধ করার জন্য ইংল্যান্ড পরোক্ষভাবে হিটলারের আগ্রাসী মনোভাবকে সমর্থন জানাই ।


৪২. লেন্ড লিজ আইন কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি এফ ডি রুজভেল্ট গনতান্ত্রিক দেশগুলিকে যুদ্ধবিমান ,যুদ্ধ জাহাজ এবং বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র সাহায্য দানের জন্য ১৯৪১ খ্রিস্টাব্দে ১১ই মার্চ একটি আইন পাস করেন । যা লেন্ড লিড আইন নামে পরিচিত । এই আইনের কারন হল— 
  • ১. মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে 
  •  ২. মিত্রপক্ষের দেশগুলি ফ্রান্, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি যুদ্ধ জয় আরো সহজ হয় বলে যানা যায়।


৪৩. ইউরোপবাসী কবে কেন ইউরোপীয় বিজয় দিবস পালন করে? অথবা,  ভি ই ডে (VE DAY) বা বিজয় দিবস বলতে কি বোঝায় ?

হিটলারের মৃত্যুর কয়েক দিন পর জার্মানে ১৯৪৫ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক ভাবে পক্ষের নিকট আত্মসমর্পণ করে । জার্মানির এই আত্মসমর্পণের পরের দিন ৮ মে ইউরোপে যে বিজয় দিবস পালিত হয় তা ভি ই ডে বা ইউরোপীয় বিজয় দিবস নামে পরিচিত।



৪৪. গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ ? অথবা : ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে পার্থক্য কী?

গণতন্ত্র ফ্যাসিবাদের মধ্য বেশ কয়েকটি পার্থক্য লক্ষ্য করা যায়। সেই পার্থক্য গুলি হল—
  • ১. ফ্যাসিবাদে রাষ্ট্রয় সমস্ত ক্ষমতার উৎসাহ, কিন্তু গণতন্ত্রের জনগণই হল ক্ষমতার উৎস।
  • ২. গণতন্ত্রের ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের বাক স্বাধীনতাকে স্বীকার করা হয়। অপরদিকে ফ্যাসিবাদ একবের ঘোর বিরোধী।
  • ৩. ফ্যাসিবাদ একটি দলের অস্তিত্ব স্বীকার করা হয় , অপরদিকে গণতন্ত্রের বহুদলীয় ব্যবস্থা স্বীকৃত।


৪৫. পার্ল হারবার এর ঘটনা কী? অথবা : পার্ল হারবার ঘটনাটি কবে কার নেতৃত্বে ঘটে ?

পার্ল হারবার অবস্থিত ছিল উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে। এবং পার্ল হারবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌঘাটি। ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর পার্ল হারবারের আক্রমণ চালিয়ে নৌঘাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় । এই ঘটনায় পার্ল হারবারের ঘটনা নামে পরিচিত ।এরপর মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মিত্র পক্ষে যোগ দেয়।


৪৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সঙ্গে জার্মানির বিরোধিতার কারণ কী?

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সঙ্গে জার্মানি বিরোধের কারণ গুলি হল —
  • ১. 'লেন্ড লিজ আইন' প্রবর্তন প্রভুতি ছিল আমেরিকা জার্মানির বিরোধের অন্যতম কারণ।
  • ২. মার্কিন নৌশক্তি কর্তৃক জার্মানির ইউ- বোর্ড আক্রমণ ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জার্মানি আক্রমণের সম্ভাবনা হিটলারকে আতঙ্কিত করে তুলেছিল।
  • ৩. পার্ল হারবার ঘটনা আক্রমণ এবং জাপান আমেরিকা যুদ্ধের সূচনা হলে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি অনুযায়ী জার্মানি জাপানকে সমর্থন জানায় ।

৪৭. DUKW কী?

২ টন ছয় চাকার মার্কিন ট্রাক বিশেষ, যা জলে স্থলে সঞ্চালনে সক্ষম হয় সেটেকেই DUKW বলা হয় । মার্কিন সৈন্য বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জল ও স্থলপথে যুদ্ধের রসদ ও সৈন্যবাহিনী পাঠানোর কাজে ব্যবহার করেছিল। এবং যুদ্ধের শেষে এই ট্রাক গুলির কিছু ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রেলিয়াকে দেওয়া হয়।


৪৮.ব্লিৎজক্রিগ যুদ্ধ পদ্ধতি কী ?

১৯৪১ খ্রিস্টাব্দে জুন মাসে রাশিয়ার সঙ্গে যুদ্ধে নামার আগে পর্যন্ত জার্মানি বিদ্যুৎ গতিসম্পন্ন ক্ষণস্থায়ী যুদ্ধের যে রণ কৌশল অনুসরণ করেছিল তা 'ব্লিৎজক্রিগ' যুদ্ধ পদ্ধতি নামে পরিচিত। যুদ্ধ পদ্ধতিতে থাকতো যেগুলি তা হল — 
  • ১. আধুনিক অস্ত্রশ্বাস্ত্রে সজ্জিত পদাতিক বাহিনী। 
  •  ২. এবং পদাতিক বাহিনীকে সাহায্য করার জন্য বিমান বাহিনী। এভাবেই শত্রুপক্ষকে দ্রুত আক্রমণ করে বেশামাল করে দেওয়া হতো।


৪৯. কিভাবে জাপানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ?

১৯৪৫ খ্রিস্টাবেদের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমায় 'ফ্যাটম্যান 'এবং ৯ আগস্ট নাগাসিকা শহরে 'লিটল বয়' নামে দুটি পারমানবিক বোমা ফেলেছিল। জাপান নিঃস্বার্থ আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে ।


৫০. ওয়ারশ চুক্তি কবে কাদের মধ্য কি উদ্দেশ্য স্বাক্ষরিত হয়?

১৯৫৫ ক্রিস্টাতে ১৪ মে রাশিয়ার নেতৃত্বে কমিউনিস্ট প্রভাবিত রাষ্ট্রগুলিতে যেমন পোল্যান্, রুমানিয়া প্রভুতি নিয়ে ' ওয়ারশ' চুক্তি স্বাক্ষরিত হয় । এর উদ্দেশ্য ছিল রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে এক আর্থিক সহায়তা পরিষদ গঠন করা।



ষষ্ঠ অধ্যায় : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে ২ নম্বরের সম্পূর্ণ প্রশ্নোত্তর


নবম শ্রেণির ইতিহাস

  • ১ম অধ্যায়
  • ২য় অধ্যায়
  • ৩য় অধ্যায়
  • ৪র্থ অধ্যায়
  • ৫ম অধ্যায়
  • ৬ষ্ঠ অধ্যায়
  • ৭ম অধ্যায়
  • ৮ম অধ্যায়

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url