নবম শ্রেণির ইতিহাস ৬ষ্ঠ অধ্যায় | দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর থেকে ২ নম্বরের প্রশ্ন 60+ | 9 History 6th Chapter Marks 2 | PDF

প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা,

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ষষ্ঠ ৬ষ্ঠ অধ্যায় থেকে বহুবিকল্প-ভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) | তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস ৬ষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে । আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে।

নবম শ্রেণির ইতিহাস ৬ষ্ঠ অধ্যায় | দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর থেকে ২ নম্বরের প্রশ্ন 60+ | 9 History 6th Chapter Marks 2 | PDF



ক্লাস -৯ ইতিহাস
২ নন্বর এর প্রশ্ন
৬- অধ্যায়


Part 1


৩. ফ্যাসিস্ট দলের লক্ষ্য কী ছিল ?

৪. হিটলারের কোন যুদ্ধাভিযান ' শ্বেত অভিযান ' নামে পরিচিত?

৫. নাৎসি দলের মূল লক্ষ্য কী ছিল ?

৬. আনশ্লুস নীতি কী?

৭. ফ্যাসিবাদ কী ?

৮. কবে কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ? অথবা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ গুলি কী ছিল ?

৯. মিউনিখ চুক্তি কী?

১০. অ্যান্টি - কমিন্টান চুক্তি কী ?



Part 2


১১. স্ট্যালিনগ্রান্ডের যুদ্ধ স্মরণীয় কেন ?

১২. রুশ জার্মান আক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এবং এই যুক্তির শর্তগুলি কি ছিল ?

১৩. করফু দ্বীপের ঘটনাটি কী?

১৪. হিটলার কেনো চেকোশ্লোভিয়াকে দখল করতে চেয়েছিলেন ?

১৫. আন্তর্জাতিকতাবাদ কী?

১৬. প্রথম ও দ্বিতীয় বিশ্বের সঙ্গে তৃতীয় বিশ্বের পার্থক্য কোথায় ?

১৭. অপারেশন বারবারোসা বলতে কী বোঝো ?

১৮. মার্শাল পরিকল্পনা কী?

১৯. ভিচি সরকার কী?

২০. ইতালি কেন আবিসিনিয়া দখল করে ?



Part 3


২১. ক্যাশ এন্ড ক্যারি নীতি কী?

২২. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কয়েকটি বিধ্বংসী যুদ্ধাশাস্ত্রের নাম লেখ ?

২৩. ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ?

২৪. NATO কী?

২৫. কোন বিষয়কে কেন সভ্যতার ভয়াবহ বিপদ বলা হয় ?

২৬. ওয়াল -ওয়াল ঘটনা কী?

২৭. ট্রুম্যান নীতি কী?

২৮. কী কারণে জাপান পাল হারবারে আক্রমণ চেয়েছিল?

২৯. আটলান্টিক চার্টার কী?

৩০. ইতালি কেন জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করেছিল ?



Part 4


৩১. অভিমুখের বিচারে উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ এর পার্থক্য লেখ ?

৩২. রোম -বার্লিন -টোকিও জোট কী?

৩৩. পোটসডাম সম্মেলন কী?

৩৪. দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালে যুদ্ধের দুটি কৌশলগত পরিবর্তন লেখ ?

৩৫. তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ?

৩৬. আশ্চর্যজনক নিষ্কৃতি কী?

৩৭. পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে কত বছরের জন্য স্বাক্ষরিত হয়? এই চুক্তির গুরুত্ব কি ছিল ?

৩৮. তৃতীয় বিশ্ব কী?

৩৯. মার্শাল ঝুকভ কে ছিলেন ?

৪০. দ্বি-মেরু বিশ্ব কী?



Part 5


৪১. ইঙ্গো -জার্মান নৌ চুক্তির গুরুত্ব কী ছিল ?

৪২. লেন্ড লিজ আইন কী?

৪৩. ইউরোপবাসী কবে কেন ইউরোপীয় বিজয় দিবস পালন করে? অথবা : ভি ই ডে (VE DAY) বা বিজয় দিবস বলতে কি বোঝায় ?

৪৪. গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ ? অথবা : ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে পার্থক্য কী?

৪৫. পার্ল হারবার এর ঘটনা কী? অথবা : পার্ল হারবার ঘটনাটি কবে কার নেতৃত্বে ঘটে ?

৪৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সঙ্গে জার্মানির বিরোধিতার কারণ কী?

৪৭. DUKW কী?

৪৮.ব্লিৎজক্রিগ (Blitzkrieg) যুদ্ধ পদ্ধতি কী ?

৪৯. কিভাবে জাপানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ?

৫০. ওয়ারশ চুক্তি কবে কাদের মধ্য কি উদ্দেশ্য স্বাক্ষরিত হয়?



Part 6


৫১. ফিলিপ পেতা কে ছিলেন?

৫২. তোষণ নীতি কী ? অথবা : ইঙ্গ-ফরাসি তোষণ নীতি কাকে বলে?

৫৩. ভুতুড়ে যুদ্ধ বা ' Phony war ' কী?

৫৪. কোন ঘটনাকে গণতন্ত্রের মড়গ বলা হয়?

৫৫. ডি ডি বলতে কী বোঝায় ?

৫৬. জোট নিরপেক্ষ নীতি কী?

৫৭.লিটল বয় ও ফ্যাট ম্যান কী?

৫৮. জার্মানি কেন জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে?

৫৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিভাবে অবসান ঘটে ?

৬০. কমিন্টান কী?

৬১.সমুদ্র সিংহ অভিযান কী?

৬২.কে কবে কি উদ্দেশ্য কমিনফ্রম গঠন করেন?



নবম শ্রেণির অন্যান্য অধ্যায়ের প্রশ্ন


1) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক

2) বিপ্লবী আদর্শ । নেপোলিয়ন

3) উনবিংশ শতকে ইউরোপ

4) শিল্পবিপ্লব

5) বিংশ শতকে ইউরোপ

6) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

7) জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ

অন্যান্য ক্লাসের পোস্ট


1) দ্বাদশ শ্রেণির ইতিহাস

Previous Post
No Comment
Add Comment
comment url